আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভল্স অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, তার সরকার বিক্ষোভকারীদের কাছে কোনোভাবেই নত হবে না। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের কাছে নত হলে সরকার সবকিছু হারাবে। খবর প্যারিস টুডে।
দেশটিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন পেশার মানুষ সহিংস বিক্ষোভ করে আসছে। ফরাসি সরকার সম্প্রতি দেশটির শ্রম আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর বিরুদ্ধে শ্রমিক সংগঠন থেকে শুরু করে নানা পেশার মানুষ রাজপথে বিক্ষোভে নেমেছে। সংস্কার প্রস্তাবে বলা হয়েছে- ফ্রান্সের কোম্পানিগুলো খুব সহজেই শ্রমিক নিয়োগ ও ছাঁটাই করতে পারবে।
সরকারের এ উদ্যোগের বিপরীতে শ্রমিক ইউনিয়নগুলো বলছে, শ্রম আইন সংস্কার করা হলে কারো চাকরির নিশ্চয়তা থাকবে না। এর বিরুদ্ধে রাজপথে নেমেছে তেল শোধনাগার কর্মী, পরমাণু স্থাপনা ও পরিবহন শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের কর্মজীবী মানুষ। এরইমধ্যে তারা লাগাতার ধর্মঘট শুরু করেছে। এতে ফ্রান্সের জনজীবন অনেকটাই অচল হয়ে পড়েছে।
২৯ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই