আন্তর্জাতিক ডেস্ক : জর্দানের রাজা আবদুল্লাহ রাজকীয় ফরমান জারি করে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। নতুন সরকার গঠনের জন্য তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে।
জর্দানের শীর্ষ পর্যায়ের একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, রাজা আবদুল্লাহ প্রধানমন্ত্রী হিসেবে হানি মুলকিকে নিয়োগ দিয়েছেন এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচন দেখভাল করবেন। চলতি বছরের শেষ নাগাদ এ নির্বাচন হওয়ার কথা।
নতুন সরকারের প্রধান নিয়োগ করার আগে প্রধানমন্ত্রী আবদুল্লাহ এনসুরের পদত্যাগপত্র গ্রহণ করেন রাজা আবদুল্লাহ। জর্দানের সংবিধান অনুযায়ী, দেশটির জাতীয় সংসদ চার বছরের মেয়াদ পূর্ণ করেছে এবং সংসদ ভেঙে দেয়ার চার মাসের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদ্য ভেঙে দেয়া সংসদ বেশ কিছু আইন সংশোধন করেছে এবং রাজা আবদুল্লাহর হাতে আরো বেশি ক্ষমতা দিয়েছে। এর ফলে রাজা আবদুল্লাহ কারো সঙ্গে পরামর্শ ছাড়াই এবং কোনো প্রক্রিয়া অনুসরণ না করে দেশের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে পারবেন। ২০১৫ সালে পাস হওয়া আইন অনুসারে রাজা আবদুল্লাহ দেশের সেনা ও গোয়েন্দা প্রধানকে ছাঁটাই করতে এবং এ দুটি পদে নতুন নিয়োগ দিতে পারবেন।
৩০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম