সোমবার, ৩০ মে, ২০১৬, ১২:৫৭:৫৭

৩ বিশ্ব শক্তিকে এক হাত নিলেন এরদোগান

৩ বিশ্ব শক্তিকে এক হাত নিলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : গৃহযুদ্ধ কবলিত আরব দেশ সিরিয়া ইস্যুতে আমেরিকা, রাশিয়া ও ইরানের বিরুদ্ধে একহাত নিলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। অটোমান সাম্রাজ্যের হাতে কনস্টান্টিনোপল বিজয়ের ৫৬৩তম বার্ষিকীর এক সমাবেশে তিনি সিরিয়ায় এ তিন দেশের সেনা উপস্থিতির সমালোচনা করেন।

রাশিয়া এবং ইরানসহ শিয়াপন্থীরা সিরিয়ার স্বৈরশাসক বাশার আসাদের পক্ষে পক্ষে অবস্থান নিয়েছে। আর আমেরিকা ও সৌদি আরব আসাদকে ক্ষমতা থেকে সরাতে চায়। এই দুই শক্তি সিরিয়ার গৃহযুদ্ধ আসা ও বিদ্রোহী পক্ষকে সমর্থন যোগাচ্ছে। তবে তুরস্কও আসাদের অপসারণ চায়।

দেশটিতে আসাদ সরকারের বিরুদ্ধে লড়ছে ইসলামিক স্টেট বা আইএস, ফ্রি সিরিয়ান আর্মি এবং আল কায়েদার সহযোগী নুসরা ফন্টসহ বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপ। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের নামে আমেরিকা, রাশিয়া এবং ইরান দেশটিতে সেনা পাঠিয়েছে। এর মধ্যে রাশিয়া ও ইরানকে ডেকেছে সিরিয়া আর আমেরিকা জোর করে ঢুকে পড়েছে। সবাইকেই এক কাতারে ফেলে তুর্কি প্রেসিডেন্ট সমালোচনা করছেন।
৩০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে