আন্তর্জাতিক ডেস্ক : সন্তানকে জঙ্গলে ফেলে আসার নানা ধরণের রূপকথা কম বেশি জানেন সবাই। কিন্তু এবার সেই রূপকথার গল্পকেও হার মানাবে জাপানের এক সত্য ঘটনা। ৭ বছরের ছেলেকে জঙ্গলে ফেলে এসেছেন এক জাপানি দম্পতি। গত দুদিন ধরে গোটা হোক্কাইডোর জঙ্গল তন্ন তন্ন করে খোঁজার পরও ছেলেটিকে কোন হদিস মিলছে না। উদ্ধারকারীদের আশঙ্কা, হয়তো ছেলেটি কোনো বন্য প্রাণির কবলে পড়েছে। তবে তারা এখনো তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার পরিবারের সঙ্গে বেড়াতে বেরিয়েছিল সাত বছরের ইয়ামাতো তানুকা। কি নিয়ে যেন তার ওপর রেগে গিয়েছিলেন তার বাবা-মা। ছেলেকে শাস্তি দিতে তারা তাকে গাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে হারিয়ে গেছে জাপানের হোক্কাইডো দ্বীপের এক গহিন জঙ্গলে। তাকে খুঁজে বের করতে দ্বীপটির নানেয় অঞ্চলের মেট কোমাগাটাকে বনে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেড়শ’র বেশি উদ্ধারকর্মী।
প্রথমে ইয়ামাতো তানুকার বাবা-মা পুলিশকে বলেছিলেন, জঙ্গলে বুনো সব্জি তোলার সময় সে হারিয়ে গেছে। কিন্তু ঘটনার একদিন পর রোববার তারা আসল ঘটনা ফাঁস করেন। তারা জানান, রাগের মাথায় তারা মেট কোমাগাটাকের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ছেলেকে ফেলে এসেছিলেন।
অবশ্য একটু পরই তারা ছেলেকে তুলে আনার জন্য গাড়ি নিয়ে সেখানে ছুটে যান। কিন্তু গিয়ে দেখেন কোথাও নেই তানুকা। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে শেষে পুলিশে খবর দেন ওই বাবা-মা। কিন্তু ভয়ের কথা হচ্ছে, কোমাগাটাকের ওই জঙ্গলটি রয়েছে প্রচুর বাদামি ভাল্লুক। ছেলেটি যদি ওই হিংস্রপশুগুলোর খপ্পরে পড়ে তাহলে কি হবে! ভাবতেই বুকটা ধক করে ওঠে।
স্থানীয় এক টিভি চ্যানেলকে তানুকার বাবা জানিয়েছেন, প্রথমে ভয় পেয়ে তারা পুলিশের কাছে সত্য গোপন করেছিলেন। তবে কি অপরাধে তারা ছেলেকে এতবড় শাস্তি দিয়েছিলেন তা স্পষ্ট নয়। তবে সে যত বড় অপরাধই করুক না কেন এভাবে জঙ্গলে ফেলে আসা ঠিক হয়নি। এ ঘটনায় বিচারের মুখোমুখি হতে পারেন ওই নির্বোধ বাবা-মা।
৩০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম