আন্তর্জাতিক ডেস্ক : ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। সন্ধ্যার মধ্যেই এই ভয়াবহ ঝড় আছড়ে পড়তে পারে শহরে। এই ঝড়ের গতি ঘন্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ভারতের কলকাতার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গাঙ্গার পশ্চিমবঙ্গে তৈরি হওয়া নিন্মচাপের কারণেই বিকেলের মধ্যে কলকাতা সহ দুই ২৪ পরগণা, হাওড়া ও হুগলীর উপর দিয়ে বয়ে যাবে ঝোড়ো হাওয়া৷
জানা গিয়েছে, এরফলে জেলা গুলিতে ঝড়ের সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, মালদা ও নদিয়াতেও৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেল অথবা সন্ধ্যার মধ্যেই ঝড় শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে৷
৩০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জিহর/মো:জই