আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকাকে সঙ্গে নিয়ে সিরিয়ায় বিশেষ সামরিক অভিযান চালানোর প্রস্তাব দিয়েছে তুরস্ক। তবে সিরিয়ার কুর্দি গেরিলারা এ অভযানের আওতায় পড়বে না।
তুরস্কের ভেতর দিয়ে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের আসা-যাওয়া বন্ধ করতে এ অভিযান পরিচালনা করা হবে বলে আংকারা দাবি করছে। তবে দায়েশকে সমর্থন দেয়ার জন্য তুরস্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে অনেক অভিযোগ রয়েছে। খবর প্যারিস টুডে।
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তাব সম্পর্কে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু সাংবাদিকদের বলেছেন, অভিযানে আমেরিকা ও তুরস্কের স্পেশাল ফোর্স অংশ নেবে। তিনি বলেন, সিরিয়া থেকে মানজিব গিরিপথ বন্ধ করার জন্য আমেরিকার সঙ্গে আলোচনা চলছে।
সম্ভাব্য এ ধরনের অভিযানের জন্য আমেরিকা সিরিয়ার কুর্দি গেরিলাদের বাদ রাখার শর্ত দিয়েছে। তুরস্ক সে শর্ত মেনে নিয়েছে বলে দাবি করেন চাভুসওগ্লু। তুরস্ক কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাবে না বলে আমেরিকাকে নিশ্চয়তা দিয়েছে। তুরস্ক ও আমেরিকা দু পক্ষই কুর্দি পিকেকে গেরিলাকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। কিন্তু সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে আমেরিকা সমর্থন দিয়ে আসছে।
৩০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জিহর/মো:জই