আন্তর্জাতিক ডেস্ক : মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন চাদের সাবেক নেতা হিসেন হাবরে। সেনেগালের রাজধানী ডাকারে আফ্রিকান ইউনিয়ন সমর্থিত একটি আদালত তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে।
তার বিরুদ্ধে ১৯০-র দশকে চাদে ৪০ হাজার লোককে হত্যার আদেশ দেবার অভিযোগ আনা হয়েছিল। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
হিসেন হাবরে অবশ্য সব অভিযোগই অস্বীকার করেন, এবং এই আদালতের আইনী বৈধতাও তিনি মেনে নেন নি।
হিসেন হাবরে ১৯৮২ সাল থেকে ১৯৯০ পর্যন্ত চাদে ক্ষমতাসীন থাকার সময়ই ওই মানবতাবিরোধী অপরাধগুলো সংঘটিত হয়। তার সমালোচকরা তাকে সেসময় 'আফ্রিকান পিনোশে' বলে আখ্যায়িত করেছিলেন।
এই প্রথমবারের মতো আফ্রিকান ইউনিয়ন সমর্থিত একটি আদালত ওই মহাদেশের একজন সাবেক শাসকের অত্যাচার-নির্যতানের বিচার করলো।
হিসেন হাবরের বয়েস এখন ৭৩। তিনি তার চিরাচরিত সাদা আলখাল্লা, সানগ্লাস এবং পাগড়ি পরে আদালতে উপস্থিত হন।
রায় ঘোষণার সময় তিনি নির্বিকার মুখে কাঠগড়ায় বসে ছিলেন। এ সময় তার মুখ ঢাকা ছিল।
৩০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জিহর/মো:জই