সোমবার, ৩০ মে, ২০১৬, ০৮:১৭:৩২

টহলদারী পুলিশ ভ্যানেই সন্তান জন্ম দিলেন তরুণী

টহলদারী পুলিশ ভ্যানেই সন্তান জন্ম দিলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক : টহলদারী পুলিশ ভ্যানেই সন্তান জন্ম দিলেন এক বধূ।  ঘটনাটি ঘটেছে রোববার দিল্লিতে।

ট্রেনে সফর করছিলেন ২৯ বছরের ওই বধূ।  সঙ্গে ছিলেন তার শ্বশুরবাড়ির লোকজন।  গ্বালিয়র থেকে পানিপথের সামালখাতে যাচ্ছিলেন তারা।

কিন্তু পথেই তার প্রসববেদনা ওঠে।  ট্রেন থেকে নেমে পড়তে বাধ্য হন তারা।  নয়াদিল্লির সব্জিমান্ডি স্টেশনে নেমে তারা ওই তরুণীকে নিয়ে হাসপাতালে রওনা দেন।

কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার প্রসববেদনা অসহ্য হয়ে ওঠে।  রাত তখন গভীর। কাছে কোনোকিছুই খোলা ছিল না।  বিপদ দেখে সাহায্য করতে এগিয়ে আসেন রেলকর্মীরা।

সঙ্গে সঙ্গে ডাকা হয় একটি টহলদারী পুলিশ ভ্যান। হাসপাতালের পথে রওনা দেয় ওই ভ্যানটি।  কিন্তু সেখানে পৌঁছানোর আগেই ওই ভ্যানেই সন্তানের জন্ম দেন ওই বধূ।

ডেপুটি পুলিশ কমিশনার আর কে সিংহ জানিয়েছেন, ওই তরুণী ও তার শিশু-সন্তানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
৩০ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে