আন্তর্জাতিক ডেস্ক : জার্মানের চার্চ "লুথেরানের" বিশপ সেদেশের সকল স্কুলে ইসলামী শিক্ষা চালু করার আহ্বান জানিয়েছেন।
প্রকৃত ইসলামের পরিচয় করিয়ে দিতে এবং চরমপন্থি গ্রুপগুলো প্রতিরোধ করার জন্য জার্মানের সকল স্কুলে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। খবর ইকনা।
এই জার্মান বিশপ ইসলামিক সংগঠনগুলোকে সেদেশে ইসলামী ধর্মীয় শিক্ষার দায়িত্ব নিতে বলেছেন।
জার্মান বিশপ হাইনরিখ বেডফোর্ড আশতোরম বলেন, ইসলামী ক্লাস চালু করাই হচ্ছে তরুণদের চরমপন্থি দলে প্রবেশ রোধ করার জন্য সবচেয়ে ভালো উপায়।
তিনি বলেন, সঠিক ইসলামী শিক্ষা অর্জন করার মাধ্যমে সকল প্রকার চরমপন্থি দূরে রাখা সম্ভব। তবে এটা জার্মানের সংবিধান অনুযায়ী কাজ করবে।
জার্মান বিশপ বলেন, জার্মানের স্কুলসমূহে ইসলামী শিক্ষা প্রবর্তনের জন্য সরকারের পাশাপাশি ধর্মীয় সম্প্রদায়ের ভূমিকা অপরিহার্য।
জার্মান বিশপ আরও উল্লেখ করেন যে, এই দেশের সরকারী বিশ্ববিদ্যালয়গুলোতেও ধর্মতত্ত্ব এবং ধর্মের অনুষদ খুলতে হবে।
৩০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জিহর/মো:জই