মঙ্গলবার, ৩১ মে, ২০১৬, ১০:১৪:১৬

ইরানের হেভিওয়াটার কিনবে রাশিয়া, কি আছে তাতে?

ইরানের হেভিওয়াটার কিনবে রাশিয়া, কি আছে তাতে?

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে হেভিওয়াটার কেনার কথা ভাবছে রাশিয়ার পরমাণু সংস্থা রোজাটম। ভিয়েনার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির ভোরোনকভ সোমবার এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, এ পর্যন্ত আমেরিকা উল্লেখযোগ্য পরিমাণ হেভিওয়াটার কিনেছে। বিষয়টি রোজাটম ভাবছে এবং সম্ভবত একই পথ অনুসরণ করতে পারে। ভোরোনকভের বরাত দিয়ে রুশ গণমাধ্যম এ খবর দিয়েছে।

মার্কিন কংগ্রেস ইরান থেকে ওবামা প্রশাসনকে হেভিওয়াটার কেনার বিষয়ে বাধা দিয়ে যখন আইন পাস করেছে তখন মস্কো এ ঘোষণা দিল।

রুশ রাষ্ট্রদূত আরো বলেছেন, আইএইএ’র দেয়া প্রতিবেদন অনুসারে ইরান যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা বা জেসিপিওএ বাস্তবায়নে চমৎকারভাবে সহযোগিতা করে যাচ্ছে। এ প্রতিবেদন প্রমাণ করছে, ইরান সফলতার সঙ্গে এ সমঝোতা বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে।
৩১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে