আন্তর্জাতিক ডেস্ক : প্রায় তিন হাজার বছর বয়স হতে চলেছে ইতালির রাজধানী শহর রোমের। খ্রিষ্ট জন্মেরও ৭৫৩ বছর আগে কোনো এক এপ্রিল মাসের ২১তারিখে জন্ম হয়েছে এই শহরটির। বিশ্বের বহু পরিবর্তনের সাক্ষী থাকলেও এখন পর্যন্ত কােনো মহিলা মেয়র নির্বাচিত হয়নি এই শহরটি থেকে। তবে একবিংশ শতকে ভাঙতে চলেছে সেই ইতিহাস। ২০১৬ সালের ওই শহরের পুর নির্বাচনে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন ভার্জিনিয়া রেজ্জি। পেশায় তিনি একজন আইনজীবী। বর্তমানে এই ফাইভ স্টার পার্টির প্রার্থীর বয়স ৩৭ বছর।
রোমের মেয়র নির্বাচনের প্রাথমিক পর্যায়ে ক্ষমতাশীল ডেমোক্র্যাটিক পার্টির থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে ২০০৯ সালে যাত্রা শুরু করেছিল ফাইভ স্টার পার্টি। চলতি বছরে ওই দেশের রাজধানী শহরের মেয়র নির্বাচনে ক্ষমতা দখল করতে পারলে আগামী লোকসভা নির্বাচনেও উল্লেখযোগ্য সাফল্য পেতে পারে বলে মনে করছেন অনেকে। ২০১৮ সালে ইতালিতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
২০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই