আন্তর্জাতিক ডেস্ক : ফের রক্তাক্ত কাবুল। সোমবার ভোর বেলা আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয়েছে ১৪ জন নেপালি সিকিউরিটি গার্ডের। মিনিবাসে করে যাচ্ছিলেন নেপালি নিরাপত্তা রক্ষীরা।
আফগান মন্ত্রনালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি ট্যুইট করে জানিয়েছেন, এই ঘটনায় ১৪ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরো আটজন। খবর টাইমস অফ ইন্ডিয়া।
খবরে বলা হয়, তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ সোশ্যাল মিডিয়ায় এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে। জাবিহুল্লা মুজাহিদের দাবি আফগানিস্তানে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল এই আত্মঘাতী হামলা।
স্থানীয় সময় সকাল ৬ টায় এই ঘটনাটি ঘটেছে কাবুলের পূর্ব দিকে জালালাবাদ যাওয়ার রাস্তায়। রমজান শুরু হওয়ার দু'সপ্তাহের মধ্যেই এই জঙ্গি হামলা ঘটাল তালেবানরা। এর আগে ১৯ এপ্রিল কাবুলে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে ৬৪ জন। আহত হয়েছিলেন ৩৪০ জনেরও বেশি মানুষ।
২০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই