সোমবার, ২০ জুন, ২০১৬, ০৫:৪৩:১৬

বিহার বোর্ডের সেই কেলেঙ্কারীতে গ্রেফতার বোর্ড প্রধান ও স্ত্রী

বিহার বোর্ডের সেই কেলেঙ্কারীতে গ্রেফতার বোর্ড প্রধান ও স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারে সেরা কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ ২০ জুন সোমবার বিশেষ তদন্তকারি দল বিহার বোর্ডের সাবেক প্রধান লালকেশ্বর প্রসাদ সিং এবং তার স্ত্রী ঊষা সিং-কে গ্রেফতার করেছে।

পাটনার সিনিয়র পুলিশ সুপার মনু মহারাজ গ্রেফতার প্রসঙ্গে বলেন, 'BSEB-এর সাবেক প্রধান লালকেশ্বর প্রসাদ সিং এবং তার স্ত্রী-কে বারাণসী থেকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারি দল। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পাটনা নিয়ে আসা হচ্ছে।' কয়েক দিন আগেই অবশ্য তদন্তকারি দলের প্রধান দাবি করেছিলেন, এই কেলেঙ্কারির সঙ্গে বোর্ড প্রধান এবং তার স্ত্রী জড়িত রয়েছেন।

গত ১৫ জুন পাটনার একটি আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রাথমিকভাবে এফআইআরে তাদের নাম ছিল না। তবে তদন্তের নির্দেশ দেয়ার পর থেকে বাড়ি থেকে পালিয়েছিলেন লালকেশ্বর এবং তার স্ত্রী। ঊষা এর আগেরবার পর্যন্ত জেডিইউ-র বিধায়ক ছিলেন। তবে এ বার নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। তাই ভোটেও তার লড়া করা হয়ে উঠেনি।

প্রসঙ্গত, এই কেলেঙ্কারি সামনে আসে, যখন মানবিক এবং বিজ্ঞান বিভাগের দুই সেরা ছাত্রছাত্রী রুবি রাই এবং সৌরভ শ্রেষ্ঠ সাংবাদিকদের নিতান্ত সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেননি। সেই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। এরা দু' জনেই বৈশালীর বিষ্ণু রায় কলেজের ছাত্রছাত্রী।
২০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে