মঙ্গলবার, ২১ জুন, ২০১৬, ০৫:১৭:০৬

পাকিস্তানে অসহায় হিন্দুরা, জুতায় ধর্মীয় প্রতীক ব্যবহার

পাকিস্তানে অসহায় হিন্দুরা, জুতায় ধর্মীয় প্রতীক ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের প্রতি হিংসাত্মক আচরণ তো ছিলই, এখন তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়াও শুরু হয়েছে৷ পাকিস্তানের সিন্ধ প্রদেশে দেদার বিক্রি হচ্ছে ‘ওম’ লেখা জুতা৷ সংখ্যালঘু হিন্দুদের অভিযোগ, তাদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করছেন একদল ব্যবসায়ী৷

পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান রমেশ কুমারের অভিযোগ, সিন্ধ প্রদেশের সরকারকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷ তিনি বলেন, “ইদ উপলক্ষ্যে কয়েকজন অসাধু ব্যবসায়ী ওম লেখা জুতা বিক্রি করছে৷ তাদের একটাই উদ্দেশ্য, হিন্দুদের অপমান করা ও তাদের ভাবাবেগে আঘাত করা৷” তিনি জানিয়েছেন, সোশ্যাল সাইটে ওই ছবি তারা শেয়ার করেছেন৷ তারা চান, অবিলম্বে ওই সব দোকান বন্ধ করে দেওয়া হোক৷

পাকিস্তান হিন্দু সেবা সংগঠন জানাচ্ছে, হিন্দুত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হল ‘ওম’৷ স্বয়ং ঈশ্বরের ভাষা ‘ওম’৷ পবিত্র ওই শব্দের সম্মানহানি করে পাকিস্তান গোটা বিশ্বের কাছে নিজের ভাবমূর্তি কলুষিত করছে৷ সিন্ধ এর কয়েকটি খবরের কাগজেও ওই জুতা বিক্রির খবর প্রকাশিত হয়েছে৷ সেই খবরের কাগজ থেকে ছবি-সহ প্রতিবেদন কেটে পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা অনলাইনে পোস্ট করে বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছ থেকে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন৷
২১ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে