মঙ্গলবার, ২১ জুন, ২০১৬, ০৫:৩৫:৪৫

হামলার ঠিক আগে গয়না কেনে ওমর

হামলার ঠিক আগে গয়না কেনে ওমর

আন্তর্জাতিক ডেস্ক : অরল্যান্ডোর সমকামীদের নাইট ক্লাবে হামলা চালানোর ছ’‌দিন আগেই বড় মূল্যের গয়না কিনেছিল ওমর মতিন। দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ১২ জুন ওমরের হামলায় প্রাণ হারান ৪৯ জন। আহত  হন ৫৩ জন। তার আগে ৬ জুন ফ্লোরিডার জেসন বিচ এলাকা থেকে ৯ হাজার মার্কিন ডলার (প্রায় ৬ লক্ষ টাকা)‌ মূল্যের গয়না কিনেছিল ওমর। ওই এলাকারই আর একটি অস্ত্রের দোকান থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট কেনারও চেষ্টা করেছিল সে। যদিও যে দোকান থেকে ওমর গয়না কিনেছে বলে খবর, সেই ‘‌কে জুয়েলার্স’‌–‌এর তরফে এখনও সত্যতা স্বীকার করেনি। তবে একটি বিবৃতিতে তারা জানিয়েছে, ‌মতিন সংক্রান্ত বিষয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা তারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। সমকামীদের নাইট ক্লাবে হামলার তীব্র নিন্দা করেছে তারা।‌‌‌


২১জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে