মঙ্গলবার, ২১ জুন, ২০১৬, ১০:৪৫:২৮

মন্ত্রীর গাড়ি থামিয়ে বৃদ্ধাকে বাঁচালেন ওসি

মন্ত্রীর গাড়ি থামিয়ে বৃদ্ধাকে বাঁচালেন ওসি

আন্তর্জাতিক ডেস্ক : মন্ত্রীরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন থানার ওসি। এমন সময় হঠাৎ করেই ৬৫ বছরের এক বৃদ্ধা নারী বিপদে পড়েন। সাথে সাথে থামিয়ে দেন মন্ত্রীর গাড়ি। ওসি গিয়ে উদ্ধার করেন সেই বৃদ্ধাকে, নিয়ে যান নিরাপদ স্থানে। এতে প্রাণে বাঁচে যান ওই বৃদ্ধা। এমনই এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। ওসির এ কাজকে বাহবা জানিয়েছেন জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। সঙ্গে মন্ত্রীও তাকে পিট চাপড়াতে ভুল করেননি।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গাড়িবহর নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মালদহ জেলার এনায়েতপুর পঞ্চায়েতের মীরাগ্রাম দিয়ে ফিরছিলেন। সামনে ছিল স্থানী মানিকচক থানার পাইলট কার। সেখানে বসে ছিলেন থানার ওসি পরিমল সাহা।

হঠাৎ তার নজরে আসে, গ্রামের রাস্তার ধারে এক বৃদ্ধাকে গুঁতোচ্ছে একটি ষাঁড়। আর তখনই উভয় সঙ্কটে পড়ে যান তিনি। একদিকে মন্ত্রীসহ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের গাড়িবহর, অন্যদিকে বৃদ্ধার প্রাণ। মুহূর্তের মধ্যে নিজের লক্ষ্য স্থির করে ফেলেন তিনি। থামিয়ে দেন পাইলট কার।

এদিকে হঠাৎ মন্ত্রীর গাড়িবহর থেমে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে নিজেদের গাড়ি থেকে নেমে আসেন জেলাশাসক, পুলিশ সুপার ও মন্ত্রী। পরে অবশ্য সবকিছু দেখে মন্ত্রীসহ সবাই পরিমলকে প্রশংসা করেন।

মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ওসির পিট চাপড়িয়ে বলেন, ‘খুব ভালো একটা কাজ করেছেন। আপনি বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করুন, আমরা ঠিক পৌঁছে যাবো।’ এরপরই ওসি পরিমল মন্ত্রীর গাড়িবহর ছেড়ে ওই বৃদ্ধাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বর্তমানে বৃদ্ধা অনেকটাই সুস্থ।

চিকিৎসকরা জানিয়েছেন, সময় মতো ক্ষিপ্ত ষাঁড়ের হাত থেকে উদ্ধার করার জন্যই ওই বৃদ্ধা প্রাণে বেঁচে গেছেন।
২১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে