শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩৩:২৪

'ভারতের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী'

'ভারতের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী'

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা সফরে আসা ভারতীয় প্রধানমন্ত্রীকে দরাজ শংসাপত্র দিলেন মিডিয়া সম্রাট রুপার্ট মারডক। তার মতে, স্বাধীনতা পরবর্তী যুগে মোদি-ই শ্রেষ্ঠ নেতা যিনি সেরা নীতির প্রবর্তক।

মার্কিন শিল্পমহলের উচ্ছসিত প্রশংসা কুড়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিক সফরে তার সান্নিধ্যে এসে মুগ্ধ হয়েছেন সে দেশের তাবড় শিল্পপতি। শুক্রবার বিভিন্ন সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠকেও দেখা গিয়েছে সেই দৃশ্য।

বৈঠকে ভারতে দ্রুত ডিজিটাইজেশন কার্যকর করার পক্ষে সওয়াল করেছেন আমেরিকার শিল্পপতিরা। এই পরিকল্পনায় সারা দেশে যত তাড়াতাড়ি সম্ভব ৪জি নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটাতেও নমো-র কাছে তদ্বির করেছেন তাঁরা।

দেশে কর্মসংস্থান বাড়াতে মিডিয়া শিল্পের ভূমিকা নিয়ে ওই আলোচনাসভায় উপস্থিত শীর্ষ মিডিয়া কর্তারা ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তার নেতৃত্বকে স্বতঃপ্রণোদিত ও প্রগতিশীল বলে মন্তব্য করেন। তাদের মতে, ভারতীয় অর্থনীতিতে উন্নয়নের জোয়ার আসার মাহেন্দ্রক্ষণে মিডিয়া ব্যবসায় লগ্নির এখনই সঠিক সময়।

বৈঠকে নিউজ কর্প ও টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স-এর একজিকিউটিভ চেয়ারম্যান রুপার্ট মারডক ছাড়াণও উপস্থিত ছিলেন টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স-এর সিইও জেমস মারডক, নিউজ কর্প সিইও রবার্ট থম্পসন, স্টার ইন্ডিয়া সিইও উদয়শঙ্কর, ডিস্কভারি কনমিউনিকেশনস-এর প্রেসিডেন্ট ও সিইও ডেভিড জ়াসলভ এবং সোনি এন্টারটেইনমেন্ট-এর সিইও মাইকেল লিন্টন। এছাড়াও ছিলেন বিশিষ্ট মিডিয়া কর্তা মাইকেল রথ, শেন স্মিথ, মার্টিন সরেল, অ্যান্থনি প্র্যাট প্রমুখ।

আলোচনা সভা থেকে ফিরে রুপার্ট মার্ডক টুইট করেন, 'প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দুরন্ত সময় কাটলো। স্বাধীনতা পরবর্তী সময়ের শ্রেষ্ঠ নেতা যার কাছে রয়েছে সেরা নীতির সমষ্টি। তবে ভারতের মতো বিচিত্র সংস্কৃতির দেশে তা বাস্তবায়িত করা বিরাট কাজ।'

২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে