বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬, ০৪:৫৫:১৬

পবিত্র কোরআনের অর্থ বোঝার প্রতি গুরুত্বারোপ করলেন মালয়েশিয়ার মুখ্যমন্ত্রী

পবিত্র কোরআনের অর্থ বোঝার প্রতি গুরুত্বারোপ করলেন মালয়েশিয়ার মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের পবিত্র কোরআনের অর্থ বোঝার এবং জানার জন্য গুরুত্বারোপ করেছেন মালয়েশিয়ার সাবাহ প্রদেশের মুখ্যমন্ত্রী 'মুসা আমান'।

পবিত্র রমজান মাস উপলক্ষে এক বক্তৃতায় মুসা আমান বলেন, পবিত্র কোরআনের অর্থ বোঝার এবং জানার জন্য মুসলমানদের বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। মানবতার মূল্যবোধ বিকাশের জন্য পবিত্র কোরআনের অর্থ বোঝার গুরুত্ব অপরিসীম।

আমান আরো বলেন, মহানবী হযরত মোহাম্মাদ (সা.)এর জীবদ্দশায় তার সাহাবিগণ পবিত্র কোরআনের অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে অবগত ছিলেন। এজন্য তারা জীবনে সাফল্য অর্জন করেছিলেন।

তিনি বলেন, মুসলমানদের জীবনের উন্নয়নের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা ভূমিকা অপরিসীম এবং উন্নয়নের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।
২৩ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে