আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা থেকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন কিনতে চলেছে ভারত। এই ড্রোন দিয়েই হাজার হাজার কিলোমিটার দূরে থাকা সন্ত্রাসবাদীদের ঘুম কেড়ে নিয়েছে ওয়াশিংটন। সেই ড্রোনই এবার আসতে চলেছে ভারতের হাতে। ভারত মহাসাগরের সম্পদ ও
ভূখণ্ড রক্ষায় ব্যবহার করা হবে এগুলিকে।
গত সপ্তাহেই এই ড্রোন কিনতে চেয়ে আমেরিকায় চিঠি পাঠিয়েছে ভারত। সপ্তাহ দুয়েক আগেই মোদির নিউ ইয়র্ক সফরকালে ভারতকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগীর স্বীকৃতি দিয়েছিল আমেরিকা। তারপরই দুই দেশের এই ডিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমেরিকার তৈরি এই ড্রোন আকাশে ৫০,০০০ ফুট উচ্চতায় ২৪ ঘণ্টা টানা উড়তে পারে। একই সঙ্গে গুপ্তচরবৃত্তি, নজরদারি ও প্রতিরোধও করে পারে এগুলি।
একটানা নজর রাখতে পারে ফুটবলের আকারের কোনো বস্তুর ওপরে। ড্রোনের সাহায্যে পূর্ব ও পশ্চিম উভয় উপকূলেই জলসীমার সুরক্ষা আরো কড়া হবে বলে মনে করছে প্রতিরক্ষা মন্ত্রনালয়। এর আগেও মার্কিন ড্রোন কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল ভারত। কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগীর স্বীকৃতি ছিল না। তাই সেটা সম্ভব হয়নি।
২৩ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই