বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬, ১১:২৩:০৪

কানাডায় হিজাব পরিহিত মুসলিম নারীর উপর ইসলাম বিদ্বেষীর আক্রমণ

কানাডায় হিজাব পরিহিত মুসলিম নারীর উপর ইসলাম বিদ্বেষীর আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার আন্টারিও প্রদেশের লিন্ডান শহরের একটি সুপারমার্কেটে হিজাব পরিহিত এক ভদ্র মহিলা তার ৪ বছরের ছেলেকে নিয়ে কেনাকাটায় ব্যস্ত ছিল। এই সুপারমার্কেটে এক ইসলাম বিদ্বেষী সন্ত্রাসী প্রবেশ করে মুসলিম নারীর ওপর আক্রমণ করে তাকে গুরুত্বর আহত করে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মুসলিম ভদ্র মহিলা সুপারমার্কেটে তার ছেলেকে নিয়ে কেনাকাটায় ব্যস্ত ছিল, ঠিক সে সময় এক ইসলাম বিদ্বেষী নারী এসে তার ওপর হামলা চালায়। ইসলাম বিদ্বেষী নারী হামলা চালিয়ে মুসলিম নারীর হিজাব খুলে ফেলে এবং তাকে পিটিয়ে আহত করে। খবর ইকনা।

কানাডা জাতীয় মুসলিম পরিষদের সদস্য সালেহ খান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিগত কয়েক মাস যাবক এধরণের ঘটনার জন্য কানাডিয়ান সমাজের প্রতি মুসলমানরা আস্থা হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষীদের এ ধরণের জঘন্য ঘটনা আসলেই অনেক দুঃখজনক। অবিলম্বেই এধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়ার প্রয়োজন রয়েছে।

লিন্ডান শহরের পুলিশের মুখপাত্র সান্ডাশা বুক বলেন, কোন প্রকার কারণ ছাড়াই অন্যকে অপমান করার আসলেই অনেক কষ্টদায়ক। আমার এর মূল উৎপাটন করব।

বলাবাহুল্য, মাসে লিন্ডান শহরে বিগত আট মুসলমানদের ওপর মোট চার বার হামলা চালিয়েছে ইসলাম বিদ্বেষীরা।
২৩ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে