দামাস্কাস: শাক দিয়ে মাছ ঢাকার প্রবাদ বাঙালিদের কাছে খুবই জনপ্রিয়। কিন্তু, জীবন বাঁচাতে ঘাস দিয়ে শরীর ঢাকার কথা একেবারেই নতুন আমদানি। আর এই নয়া পন্থাতেই নিজেদের জীবন বাঁচাচ্ছে ইসলামিক স্টেটের জঙ্গিরা। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল সাইটে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে এমনই কিছু দৃশ্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে আকাশপথে থাকা হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ করে চলেছ। সেই বোমার হাত থেকে বাঁচতে মাটিতে শুয়ে শরীর আবৃত করে ফেলছে মাটিতে থাকা ঘাস দিয়ে। সিরিয়াতে আইএস জঙ্গিদের খতম করতে বোমাবর্ষণ করে চলেছে ইরাকের সেনারা। ওই সেনাবাহিনীর হেলিকপ্টার থেকেই তোলা হয়েছে সেই ভিডিওটি।-কলকাতা২৪
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস