শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ০১:৪২:৪১

ঢাকায় হামলার পর জাপানি প্রধানমন্ত্রীকে ওবামার চিঠি

ঢাকায় হামলার পর জাপানি প্রধানমন্ত্রীকে ওবামার চিঠি

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকর গুলশানে একটি ক্যাফেতে নিহত জাপানিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিনজোর আবে’র কাছে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল পাঠানো ওই চিঠিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাপান, বাংলাদেশ ও বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়। চিঠিতে ওবামা জাপানি প্রধানমন্ত্রীকে লিখেছেন, মার্কিন জনগনের পক্ষে আমি- ঢাকায় ১-২ জুলাইয়ের ঘৃণ্য সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত ৭ জাপানি নাগরিকের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে আশা করছি হামলায় আহত জাপানি নাগরিক দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই হামলা আরও বেশি নিষ্ঠুর ছিল এই কারণে যে আপনার দেশের নাগরিকরা বাংলাদেশের জন্য উন্নত ভবিষ্যত গড়ছিল ঢাকায়। ওবামা আরও বলেন, আমি কঠোরতম ভাষায় এতোগুলো মানুষের জীবন কেড়ে নেয়া নৃশংষ ওই হামলার নিন্দা জানাই।
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে