আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা দুই রুশ দূতাবাসকর্মীকে দেশত্যাগের নির্দেশ দেওয়ার পর মার্কিন দুই কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। ওয়াশিংটনের সিদ্ধান্তের বিপরীতে পাল্টা এই ব্যবস্থা নিল মস্কো।
শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের ‘অবন্ধুত্বসুলভ’ আচরণের পর তারাও জুনে দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ‘নিজেদের কূটনীতিক পরিচয়ের সঙ্গে বেমানান কার্যকলাপের জন্য মস্কোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের দুইকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া দুই কূটনীতিকের একজন মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রবেশমুখে এক রুশ পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। অন্যজন সিআইএ-র এজেন্ট।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এক রুশ পুলিশ একজন মার্কিন কূটনীতিকের উপর হামলা করে। যার পরিপ্রেক্ষিতে তারা ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দুই দূতাবাসকর্মীকে দেশত্যাগের নির্দেশ দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেন, দুই রুশ কর্মকর্তাকে ১৭ জুন যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
তিনি বলেন, কোনো ধরণের প্ররোচনা ছাড়াই (রাশিয়া) এ কাজ করেছে এবং এটা আমাদের কর্মীদের নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। রাশিয়ার দাবি তাদের পুলিশ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে দূতাবাসে প্রবেশে বাধা দিয়েছিল, যেটা পুরোপুরি অসত্য। সূত্র: এপি
১০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম