আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ হেলিকপ্টার ভূপাতিত করেছে ইসলামিক স্টেট বা আইএস। এতে ওই হেলিকপ্টারের ২ পাইলট নিহত হয়েছে। দেশটির হোমস প্রদেশে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়। অবশ্য প্রথমে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছিল রাশিয়া।
সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার পূর্বে শুক্রবার এমআই-২৫ হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। নিহত দুই পাইলটের নাম রিফাগাত খাবিবুলিন এবং ইয়েভগেনি দোলগিন। সিরিয় সরকারের অনুরোধে ওই এলাকায় দায়েশ বিরোধী অভিযান পরিচালনা করছিল এটি।
হামলার ভিডিও প্রকাশ করেছে দায়েশ। রুশ বিবৃতিতে বলা হয়েছে, ভূপাতিত হওয়ার আগে হেলিকপ্টারের ক্রুর দক্ষ তৎপরতার কারণে ওই এলাকায় আইএসের হামলা ঠেকিয়ে দেয়া সম্ভব হয়েছে।
মার্কিন নির্মিত টিওডব্লিউ ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে।
১০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম