আন্তর্জাতিক ডেস্ক : এবার সৌদি আরবের মাটিতে কুকুর সুন্দরী প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এর দায়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি দেশটির বন্দরনগরী জেদ্দা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জেদ্দার সবচেয়ে সুন্দর কুকুর’ হ্যাশট্যাগ দিয়ে কয়েকজন লোক কুকুর সুন্দরী প্রতিযোগিতার আয়োজনের ঘোষণা দেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া কুকুরদের মধ্যে ১০টিকে সবচেয়ে সুন্দর হিসেবে নির্বাচিত করা হবে। আর সেরা তিন কুকুরের মালিককে পুরস্কৃত করা হবে।
বুধবার ঈদের দিন এ পুরষ্কার প্রদানের ঘোষণা দেয়া হয়েছিল। বিষয়টি জানার পর সৌদি ধর্মীয় পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ওই প্রতিযোগিতাটি বাতিল ঘোষণা দেয়। একই সঙ্গে আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেওয়া হয়।
১০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম