সোমবার, ১১ জুলাই, ২০১৬, ০১:৫৫:৫৯

ইহুদিবাদী ইসরাইলের সাথে হাত মেলাল আরব দেশ মিশর

ইহুদিবাদী ইসরাইলের সাথে হাত মেলাল আরব দেশ মিশর

আন্তর্জাতিক ডেস্ক : এক নজিরবিহীন সফরে দখলদার ইহুদিবাদী ইসরাইল গেলেন আরব দেশ মিশরের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে গিয়ে তিনি ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা আবারো শুরু করার প্রস্তাব দিয়েছেন।

গত নয় বছরের মধ্যে এই প্রথমবারের মতো মিশরের কোনো পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল সফর করলেন। ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা সর্বশেষ হয়েছিল ২০১৪ সালে।

দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধানের প্রস্তাব দিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই লক্ষ অর্জনের পথ কঠিন হয়ে যাচ্ছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মিশরের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

মিশর মনে করে, ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার এখন যে তিক্ততার সম্পর্ক আছে এটার অবসান হওয়া জরুরি। এর আগে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথেও দেখা করেছেন।

মিশরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল সিসি’র শাসনকালে ইসরাইল এবং মিশরের মধ্যকার সম্পর্ক জোরদার হয়েছে।

ইসরাইলের দক্ষিণে মিশরের সাইনাই উপত্যকায় ইসলামী জঙ্গিদের তৎপরতা মোকাবেলা করতে হচ্ছে মিশরকে। অন্যদিকে গাজায় ইসলামপন্থী হামাসের আধিপত্য নিয়ে মিশর এবং ইসরাইল উভয় দেশ উদ্বিগ্ন।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে ইসরাইল সফর করলেন যখন ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যকার সংঘাত আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে।

সম্প্রতি ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে ৩৫ জন ইসরাইলি নিহত হয়েছে। অন্যদিকে ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইল দাবি করছে নিহত ফিলিস্তিনিদের অধিকাংশই ‘হামলাকারী’। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, অনেক নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর ইসরাইলি সেনারা তার পাশে একটি ছুরি রেখে এমন দাবি করে থাকে।
১১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে