মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬, ১২:২১:৪৮

জ়াকির নায়েককে নিষিদ্ধ করার কোন কারণ নেই : ভারতের সাংসদ

জ়াকির নায়েককে নিষিদ্ধ করার কোন কারণ নেই : ভারতের সাংসদ

আন্তর্জাতিক ডেস্ক : জ়াকির নায়েক এমন কিছু বলেননি যার জন্য তাকে নিষিদ্ধ করতে হবে, সোমবার এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভারতের মমতার দল তৃণমূল কংগ্রেসের সাংসদ ইদ্রিশ আলি। নিষিদ্ধ করা হলে জ়াকির নায়েক বেশি পাবলিসিটি পাবেন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, তৃণমূল সাংসদের এই মন্তব্য সামনে আসার পরই বিতর্ক বাধে। সমালোচনার ঝড় ওঠে ভারতের বিভিন্ন মহল থেকে। ইদ্রিশ আলির এইরুপ মন্তব্যের জন্য সতর্ক করেছে তার দল তৃণমূল কংগ্রেস।

সোমবার বাংলাদেশে জঙ্গিহানার প্রতিবাদে এক মিছিলে অংশ নিয়ে ইদ্রিশ আলি বলেন, জঙ্গি জঙ্গিই। যারা এই কার্যকলাপ চালাচ্ছে তাদের বিরুদ্ধে বৌদ্ধ, জৈন, খ্রিষ্টান, হিন্দু, মুসলমান সব সম্প্রদায়েরই প্রতিবাদে রাস্তায় নামা উচিত। বাংলাদেশে পুরোহিত হত্যারও নিন্দা করেন তিনি। এই মিছিলটি কলকাতার মৌলালি মোড় থেকে শুরু করে রানি রাসমনি রোডে গিয়ে শেষ হয়।

যদিও ইদ্রিশ আলির এই মন্তব্যকে ব্যক্তিগত বলে জানিয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন। টুইটারে এনিয়ে দলের অবস্থানও স্পষ্ট করেছেন ডেরেক।
১১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে