আন্তর্জাতিক ডেস্ক : ভাবির সাথে অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীর নাক কামড়ে তুলে নিলেন স্বামী। কামড়ে তুলে নেওয়া হয়েছে গালের মাংসও। এমনকী ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
আশঙ্কাজনক অবস্থায় আসমা বিবিকে (নাম পরিবর্তিত) ভর্তি করা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানার কাপাসডাঙায়। অভিযোগের ভিত্তিকে ওই গৃহবধূর স্বামী আমিনকে (নাম পরিবর্তিত) সোমবার গ্রেপ্তার করেছে বেলডাঙা থানার পুলিশ।
রেজিনগর থানার বটতলার বাসিন্দা আমিনের সঙ্গে তার ভাবির গোপন অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ আসমা বিবির। স্বামীর অবৈধ সম্পর্ক মেনে নিতে না পেরে প্রতিবাদ করেন তিনি। এই নিয়ে পরিবারে অশান্তি লেগেই ছিল। ঈদের পর গত রবিবার স্ত্রীকে নিয়ে কাপাসডাঙায় বোনের বাড়ি বেড়াতে আসে আমিন। সেখানেও তাদের মধ্যে বচসা হয়। তারপরই স্ত্রীকে মারধর করে আমিন।
আক্রান্ত গৃহবধূর মায়ের অভিযোগ, “আমার মেয়েকে কামড়ে নাক খুবলে নিয়েছে। গালের মাংস তুলে নিয়েছে। শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয়।” রবিবার রাতেই আক্রান্ত গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ পাওয়ার পর বেলডাঙা থানার পুলিশ আমিনকে সোমবার বিকেলে আটক করে।
১১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস