মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬, ১২:২৬:৫৩

যেভাবে প্রেমের শুরু ব্রিটিশ হবু প্রধানমন্ত্রী থেরেসা মের

যেভাবে প্রেমের শুরু ব্রিটিশ হবু প্রধানমন্ত্রী থেরেসা মের

আন্তর্জাতিক ডেস্ক : বৃটিশ ‘ইনকামিং’ প্রধানমন্ত্রী থেরেসা মে প্রেমে পড়েছিলেন ফিলিপ জন মে’র। সেই প্রেমের সফল পরিসমাপ্তি ঘটে ১৯৮০ সালে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সেই প্রেমের শুরু অক্সফোর্ডে। সেখানে একই সময়ে পড়াশোনা করতেন পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তিনিই থেরেসা মে ও ফিলিপ জন মের পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে চলতে থাকে প্রেম। অক্সফোর্ডের সেইন্ট হাগস কলেজে সেই যে পরিচয়, প্রেম তা তাদেরকে এখনও আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখে। সেখানে পড়াশোনার দিক থেকে থেরেসা মে’র চেয়ে কয়েক বছরের জুনিয়র ছিলেন থেরেসা মে।

দ্য গার্ডিয়ানের মতে, বৃটিশ কনজার্ভেটিভ এসোসিয়েশনের এক ডিসকো পার্টিতে থেরেসা দম্পতির পরিচয় করিয়ে দেন বেনজির। তাদের এক বন্ধু গার্ডিয়ানকে বলেছেন, ওই সময় ফিল ছিলেন সীমাহীন কৌতুকে ভরা একজন পুরুষ। রসিকতায় ছিলেন তিনি টইটম্বুর। থেরেসা মেও ছিলেন একই রকম।
১২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে