মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬, ০৬:১৫:০৯

পাকিস্তানে সামরিক আইন জারির আহ্বান!

পাকিস্তানে সামরিক আইন জারির আহ্বান!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সামরিক আইন জারির আহ্বান জানিয়ে রহস্যজনক পোস্টার লাগানো হয়েছে। দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের ছবিসহ এ সব পোস্টার একরাতের মধ্যে রাজধানীসহ দেশটির প্রধান ১৩টি শহরের রাস্তার পাশে লাগানো রয়েছে। মুভ অন পাকিস্তান নামের একটি প্রায় অজ্ঞাত রাজনৈতিক দলের পক্ষ থেকে এ সব পোস্টার লাগানো হয়।

রাজধানী ইসলামাবাদ, বন্দরনগরী করাচি, পেশোয়ার, ফয়সলাবাদ, সেনা নগরী রাওয়ালপিন্ডিসহ আরো অনেক শহরে এ পোস্টার লাগানো রয়েছে। এতে উর্দু ভাষায় লেখা হয়েছে, 'জানি কি বাত হুইয়ে হ্যায়ে পুরানে, খোদা কি লিয়ে আভ আ যাও' অর্থাৎ সরে যাওয়ার কথা সে তো পুরনো হয়ে গেছে, খোদার কসম এখন তুমি এগিয়ে এসো। প্যারিস টুডের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

চেক পয়েন্ট এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এ সব পোস্টার কি করে ক্যান্টনমেন্ট এলাকাগুলোতে লাগানো গেছে তা নিয়ে বেশ রহস্য সৃষ্টি হয়েছে। এ ছাড়া, রাতারাতি কি করে প্রধান ১৩টি শহরে এ সব পোস্টার লাগানো সম্ভব হলো সে প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায় নি। আর পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দফতর আইএসপিআরও এ বিষযে এখনো কিছু বলে নি। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক আমির রানা মনে করছেন, কিছু একটা ঘটতে যাচ্ছে বলে যে গুঞ্জন চলছে সব মিলিয়ে এবার তা আরো জোরদার হলো।
১২ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে