আন্তর্জাতিক ডেস্ক: সুদানে ভুল প্রিন্টকৃত কোরআন বিতরণের ব্যাপারে সতর্কবাণী প্রদান করেছেন সেদেশের আলেম কমিটির সদস্য "শেখ মোহাম্মদ হাশেম আল হাকিম"।
সুদানের আলেম কমিটি ও আফ্রিকার সুপ্রিম ওলামা কাউন্সিলের সদস্য "শেখ মোহাম্মদ হাশেম আল হাকিম" এ ব্যাপারে বলেন, আমাদের দেশে ভুল প্রিন্টকৃত কোরআন শরিফ ব্যাপকভাবে বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, এসকল ভুল প্রিন্টকৃত কোরআন শরিফ সিরিয়া ও মিশরের একটি প্রকাশনালয়ের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআন প্রিন্টের জন্য এই প্রকাশনালয় ২০১৫ সালে আল আজহার ইসলামী গবেষণা পরিষদের নিকট থেকে "২৬" নম্বরের লাইসেন্স গ্রহণ করেছে।
আল হাকিম বলেন, "আল ইমরান" সূরার ৬৪ নম্বর আয়াত এবং পবিত্র কুরআনের ১০ পৃষ্ঠা মুছে ফেলা হয়েছে।
তিনি বলেন, ভুল প্রিন্টকৃত কোরআন শরিফ দেশে প্রবেশের বাধা সৃষ্টি করার জন্য ওয়াকফ এবং গাইডেন্স মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, কাস্টমস প্রশাসন, স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার একনিষ্ঠ ভাবে এগিয়ে আসতে হবে। সূত্র : ইকনা
১২ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই