বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ০৫:৫৭:৩২

পাকিস্তানের পেশোয়ারের স্কুলে হামলার মূল পরিকল্পনাকারী নিহত!

পাকিস্তানের পেশোয়ারের স্কুলে হামলার মূল পরিকল্পনাকারী নিহত!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পেশোয়ার হামলার মাস্টারমাইন্ড মার্কিন ড্রোন হামলায় নিহত। ২০১৪ সালে পেশোয়ারের স্কুলে হামলার ঘটনায় মূলপাণ্ডা ছিল এই উমর মনসুর। আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে কারি সাইফুল্লা নামে আরও এক নেতার মৃত্যু হয়েছে।

আত্মঘাতী হামলার দায়িত্বে ছিল এই মনসুর ও সাইফুল্লা। ২৫ মে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে মনসুরকে চিহ্নিত করে আমেরিকা। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারের স্কুলে হামলা চালানোর পুরো ছক সাজিয়ে ছিলেন এই মনসুর। আর্মি পাবলিক স্কুলে ওই হামলায় মৃত্যু হয় অন্তত ১২২ জন ছাত্রছাত্রী ও ২২ জন শিক্ষকের।

পাকিস্তানের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ একটি হামলার ঘটনা। এই ঘটনার পর সন্ত্রাস রুখতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এই দুই জঙ্গি নেতা তেহরিক-ই-তালিবানের সদস্য বলে জানা গিয়েছে। হামলার পরই আফগানিস্তানের খাইবার উপজাতি অধ্যুষিত এলাকায় পালিয়ে যায় মনসুর। সেখান থেকে চালনা করে থাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ। ২০১৬ সালে পাকিস্তানের বাচাখান ইউনিভার্সিটিতে হামলার ঘটনাতেই তার হাত ছিল বলে ধারণা করা হয়।
 
১৩ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে