বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ০৮:৪২:৫৩

সাদ্দামের পরিণতি ভোগ করতে হবে ফয়সালকে: ইরান

সাদ্দামের পরিণতি ভোগ করতে হবে ফয়সালকে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সাবেক গোয়েন্দামন্ত্রী তুর্কি আল-ফয়সাল ও তার আত্মীয়-স্বজনকে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হুসেইনের পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

কাজাখস্তানের রাজধানী আস্তানা থেকে দেশে ফিরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শনিবার সন্ত্রাসী মুনাফেকিন গোষ্ঠী এমকেও’র সমাবেশে সৌদি আরবের সাবেক গোয়েন্দামন্ত্রী তুর্কি আল-ফয়সালের বক্তব্য রাখার কঠোর সমালোচনা করেন।

জাওয়াদ জারিফ বলেন, তুর্কি আল-ফয়সাল তালেবান ও আল-কায়েদা সৃষ্টি করেছেন এবং সৌদি সরকারের ভাবমর্যাদা নষ্ট করার ক্ষেত্রে তিনি অতীতে দুঃখজনক ভূমিকা পালন করেছেন।

তিনি আরো বলেন, সৌদি আরবের সাবেক এ কর্মকর্তার এমকেও’র সমাবেশে যোগ দেয়ার মাধ্যমে তাদের অযোগ্যতা ও অর্ন্তদৃষ্টির ঘাটতি ফুটে উঠেছে। পাশাপাশি তার আত্মীয়-স্বজন যারা সাদ্দামকে পছন্দ করেন তাদের সঙ্গে সন্ত্রাসীদের ভবিষ্যত সম্পর্কও পরিষ্কার হয়েছে।

জারিফ বলেন, এমকেও এই প্রথম ফ্রান্সের মাটিতে এ ধরনের সমাবেশে করে নি; এমন সমাবেশে এর আগেও করেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
১৩ জুলািই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে