আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া ঠেকাতে না পেরে নিজেই প্রধানমন্ত্রীর অফিস থেকে বেরিয়ে গেছেন ডেভিড ক্যামেরন। তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী এখন কনজারভেটিভ দলের থেরেসা মে। আর বিপত্তিটা সেখানেই।
নতুন প্রধানমন্ত্রীর নামের সঙ্গে একসময়ের আবেদনময়ী গ্ল্যামার তারকা তেরেসা মে’র নামটি গুলিয়ে ফেলছে অনেকেই।
ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ভোট দেয়া অধিকাংশ ব্রিটিশই যেমন গুগলে খুঁজেছিলেন ইইউ কী, তেমনি এবার নতুন প্রধানমন্ত্রী’র নাম দিয়ে গুগল সার্চ করাতেও ঘটেছে নতুন বিপত্তি।
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নামের বানান Theresa May। কিন্তু বেশির ভাগ ব্রিটিশ নাগরিক সার্চ করেছেন Teresa May বানানে!
এই Teresa May আবার ব্রিটেনের একসময়ের আবেদনময়ী মডেল! মডেলিংয়ের পাশাপাশি কিছু রগরগে ছবিতে অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে তার। তাই যারা কনজারভেটিভ নেত্রীকে চেনে না, তারা ভেবে বসেছেন এই অভিনেত্রীই ব্রিটেনের প্রধানমন্ত্রী!
ব্রিটিশদের এই অজ্ঞতার বেশ রসালো সমালোচনা করেছেন সাবেক ব্রিটিশ মডেল তেরেসো মে।
টুইটারে তিনি লিখেছেন, ‘কিছুতেই বুঝতে পারছি না, লোকে কী করে আমাকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে গুলিয়ে ফেলে! যত ভাবছি, অবাক হচ্ছি! এতটা অজ্ঞ মানুষ কী করে হয়, কে জানে!’ -চ্যানেল আই
১৩ জুলািই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম