আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব নন্দিত ইসলামিক স্কলার জাকির নায়েক একটি জরুরী ঘোষণা দিয়েছেন। স্কাইপের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সৌদি আরব থেকে গত সোমবার ভারতের মুম্বাইয়ে ফেরার কথা ছিল নায়েকের। পরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ারও কথা ছিল তার। দক্ষিণ আফ্রিকায় একটি সম্মেলনে যোগ দেয়ায় কথা রয়েছে বলে দেশে ফেরা হয়নি তার।
দেশে ফিরতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে এই ইসলামিক পন্ডিতের। আগামীকাল মদিনা থেকে স্কাইপের মাধ্যমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
জাকির নায়েকের মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এই খবর দিয়েছে।
খবরে বলা হয় বলিউড বেশ কিছু তারকা, আইনজীবী ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা এ সময় উপস্থিত থাকবেন।
১৩ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর