বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ০৩:৪১:৪৬

যেখানে মাঝরাতে রাস্তায় ঘুরে বেড়ায় ‌সিংহ!‌

যেখানে মাঝরাতে রাস্তায় ঘুরে বেড়ায় ‌সিংহ!‌

আন্তর্জাতিক ডেস্ক : সিংহ যদি রাস্তায় নেমে আসে তবে উপায় কি? এ খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের গুজরাটে।

মঙ্গলবার মাঝরাতে গুজরাটের জুনাগড়ের রাস্তায় নিশ্চিন্তে ঘুরে বেড়িয়েছে বেশ কয়েকটি সিংহ।  এদিকে গির অরণ্যের পাশের একটি গ্রামে তিন সিংহের আক্রমণে আহত হয়েছেন এক গ্রামবাসী।

মঙ্গলবার রাত থেকেই সোসাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।  যেখানে দেখা যায়, জুনাগড়ের প্রধান রাস্তায় বেশ কয়েকটি সিংহ ঘুরছে।

ভিডিও দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।  কোথা থেকে, কীভাবে সিংহগুলো লোকালয়ে প্রবেশ করল তা এখনো পরিষ্কার নয়।

অন্যদিকে গির অভয়ারণ্যের পাশে আরমেলি জেলার একটি গ্রামে তিন সিংহের আক্রমণে আহত হয়েছেন এক ব্যক্তি।

মঙ্গলবার বিকেলের দিকে আক্রান্ত ব্যক্তি তার পোষা তিনটি ছাগল নিয়ে মাঠে গিয়েছিলেন।  সেই সময়েই তার ওপর ঝাঁপিয়ে পড়ে সিংহের দল।

পরে আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মার্চ থেকে এ পর্যন্ত সিংহের হামলায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।   
১৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে