বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ০৬:৫২:৫০

মৃত্যু আসন্ন বুঝে কেঁদে ফেলে জঙ্গি বুরহান ওয়ানি

মৃত্যু আসন্ন বুঝে কেঁদে ফেলে জঙ্গি বুরহান ওয়ানি

আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনীর গুলিতে সম্প্রতি প্রাণ হারিয়েছে হিজবুল মুজাহিদিনের তরুণ জঙ্গি বুরহান ওয়ানি। এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে জম্মু-কাশ্মীর। ওই রাজ্যের বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে কারফিউ। আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও মুজাহিদিন জঙ্গি বুরহানের মৃত্যু ঘিরে শুরু হয়েছে আলোচনা। ২২ বছরের এই জঙ্গিকে ‘বিপ্লবী’ আখ্যা দিয়ে বিতর্কে জড়িয়েছে বাম ছাত্র নেতা উমর খালিদ। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে মৃত্যুর আগে ভয়ে কেঁদে ফেলেছিল জঙ্গি বুরহান ওয়ানি।

বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে সোচ্ছার হয়ে নানাবিধ বিরূপ পোস্ট করছিল বুরহান। সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি মোকাবিলা করার হুমকিও দিয়েছিল সে। চলতি মাসের আট তারিখে গোপন সূত্রে খবর পেয়ে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ এলাকার জঙ্গলে অভিযানে নামে সেনাবাহিনী। জানা গিয়েছে সমগ্র এনকাউন্টারে সময় লেগেছিল মাত্র চার মিনিট। আর খরচ হয়েছিল দুই রাউন্ড গুলি। সেই সময় মৃত্যু আসন্ন বুঝে কেঁদে ফেলেছিল হিজবুল মুজাহিদিনের শীর্ষ জঙ্গি নেতা বুরহান ওয়ানি। মৃত্যুর আগে খুব চিৎকার করে বুরহান কেঁদেছিল বলে জানা গিয়েছে সেনাবাহিনী সূত্রে।
১৩ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে