বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ০৮:৫৫:০২

ভারত সরকারের ঘুম হারাম করে দিয়েছে জাকির নায়েক!

ভারত সরকারের ঘুম হারাম করে দিয়েছে জাকির নায়েক!

আন্তর্জাতিক ডেস্ক : প্রখ্যাত ইসলামীচিন্তবীদ ও ধর্ম প্রচারক ডা: জাকির নায়েকের পিস টিভি চ্যানেলটি বন্ধ করতে গিয়ে ঘুম হারাম হতে বসেছে ভারত সরকারের। একদিকে তার বিরুদ্ধে সন্ত্রাসীদের উৎসাহিত করার যে অভিযোগ আনা হয়েছিল, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন পিস টিভি এবং অন্যান্য নিষিদ্ধ চ্যানেল বন্ধ করার উপায় নিয়ে ভাবতে গিয়ে তারা পড়েছে মহা বিপাকে।

ভারতীয় কর্তৃপক্ষ এটাও বুঝতে পারছে না, কয়টা অবৈধ চ্যানেল ভারতে ডাউনলোড এবং প্রচারিত হয়। গুলশান হত্যাকান্ডে জড়িতদের দুজন জাকির নায়েকের বক্তৃতায় উৎসাহিত হয়ে থাকতে পারে, এমন ধারণার ভিত্তিতে জাকির নায়েক এবং পিস টিভি নিয়ে আলোচনা শুরু হয়। ভারত এবং বাংলাদেশে ইতোমধ্যেই দুবাইভিত্তিক টিভি চ্যানেলটির সম্প্রচার নিষিদ্ধ করেছে।

ভারতের আই অ্যান্ড বি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, সন্দেহজনক চ্যানেলগুলো মনিটর করার কোনো ব্যবস্থা নেই। বর্তমানে তারা কেবল অনুমোদিত নিউজ ও সাধারণ বিনোদন চ্যানেলগুলো ট্র্যাক করেন। তবে সরকার এখন সতর্ক হয়েছে।

এদিকে জাকির নায়েক স্কাইপের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আগামীকাল বৃহস্পতিবার। এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন। সৌদি আরব থেকে চলতি সপ্তাহে ভারতের মুম্বাইয়ে ফেরার কথা ছিল নায়েকের। বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ারও কথা ছিল তার। তবে এর পরিবর্তে আগামীকাল মদিনা থেকে স্কাইপের মাধ্যমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

জাকির নায়েকের মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আগামীকালের সংবাদ সম্মেলনে জাকির নায়েকের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি থাকবেন। তাদের মধ্যে বলিউড তারকা, আইনজীবী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা রয়েছেন। এর আগে জাকিরের মুখপাত্র জানিয়েছিলেন, আগামী দু-তিন সপ্তাহের মধ্যে ভারতে ফিরছেন না তিনি। মদিনা থেকে তিনি দক্ষিণ আফ্রিকায় একটি সম্মেলনে যোগ দেবেন।
১৩ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে