বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ০৯:৪৯:৫৯

জাকির নায়েকের মাথার দাম ১৫ লাখ ঘোষণা!

জাকির নায়েকের মাথার দাম ১৫ লাখ ঘোষণা!

আন্তর্জাতিক ডেস্ক : প্রখ্যাত ইসলামীচিন্তবীদ ও ধর্ম প্রচারক ডা. জাকির নায়েকের পিস টিভি চ্যানেলটি বন্ধ করতে গিয়ে ঘুম হারাম হতে বসেছে ভারত সরকারের। অপরদিকে ডা. জাকির নায়েকের বিরুদ্ধে ক্ষেপেছে দেশটির একটি শিয়া সংগঠন। তার মাথার দাম ১৫ লাখ টাকা বলে ঘোষণা করেছে সেই সংগঠনটি।

গতকাল মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, যে ব্যক্তি ডা. জাকির নায়েককে খুন করতে পারবে তাকে ১৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। ফেসবুক পোস্টে জাকির নায়েককে ‘খলনায়ক’ বলেও সম্বোধন করেন এই শিয়া সংগঠনের সভাপতি সৈয়দ কালবে হুসেন নকভি।

ফেসবুকে সৈয়দ কালবে হুসেন নকভি লেখেন, জাকির নায়েক আল্লাহকে অবমাননা করেছেন। জঙ্গিদের সঙ্গে সরাসরি তার যোগাযোগ রয়েছে। এমন ইসলামের শত্রুকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যায় না। তাই যে ব্যক্তি জাকির নায়েককে খুন করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, ভারতীয় আইনে কারো মাথার দাম ঘোষণা করা ফৌজদারি অপরাধ। এর জন্য সর্বোচ্চ সাত বছর জেল হতে পারে। হুসেন নাকভি ফেসবুক পোস্টে এই হুমকি দিলেও তা পুলিশের কাছে অজানা। লখনউ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আর কে এস রাঠোর জানান, এরকম বিবৃতির কথা তারা জানেন না।

এদিকে জাকির নায়েক স্কাইপের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আগামীকাল বৃহস্পতিবার। এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন। সৌদি আরব থেকে চলতি সপ্তাহে ভারতের মুম্বাইয়ে ফেরার কথা ছিল নায়েকের। বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ারও কথা ছিল তার। তবে এর পরিবর্তে আগামীকাল মদিনা থেকে স্কাইপের মাধ্যমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

জাকির নায়েকের মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আগামীকালের সংবাদ সম্মেলনে জাকির নায়েকের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি থাকবেন। তাদের মধ্যে বলিউড তারকা, আইনজীবী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা রয়েছেন। এর আগে জাকিরের মুখপাত্র জানিয়েছিলেন, আগামী দু-তিন সপ্তাহের মধ্যে ভারতে ফিরছেন না তিনি। মদিনা থেকে তিনি দক্ষিণ আফ্রিকায় একটি সম্মেলনে যোগ দেবেন।
১৩ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে