বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬, ০৪:১০:৫৮

রমজান মাসেই আইএসের শিকার ৫২০০ নিরীহ মানুষ

রমজান মাসেই আইএসের শিকার ৫২০০ নিরীহ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : রমজান মাসে সারা বিশ্ব জুড়ে বিভিন্ন হামলায় ৫২০০ জন নিরীহ মানুষকে হত্যা বা আহত করেছে আইএস। ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনটি তাদের সাপ্তাহিক পত্রিকা ‘‌আল নাবা’‌–‌তে এই পরিসংখ্যান দিয়েছে। তবে তাদের হাতে নিহত বা আহতের সংখ্যা আলাদা করে জানানো হয়নি।

রমজান চলাকালীন পৃথিবীর কোন দেশে, কোন দিনে কতজনকে তারা হত্যা করেছে, তার বিশদ বিবরণ দেওয়া রয়েছে এই প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে অরল্যান্ডোর সমকামী ক্লাবে হামলা, বাংলাদেশে গুলশানে হামলা, প্যারিসে পুলিশকর্মী হত্যা এবং মদিনায় মসজিদে হামলার উল্লেখও।

তবে আশ্চর্যজনকভাবে ইস্তানবুলের বিমানবন্দরে হামলার কথা নেই আইএসের এই তালিকায়। ৪১ জন মারা গিয়েছিলেন ওই ঘটনায়। পরিসংখ্যান অনুযায়ী এই একমাসে যে দেশগুলিতে সবচেয়ে বেশিবার আইএস হামলা করেছে, সেগুলি হল সিরিয়া ও ইরাক। আইএস জানিয়েছে, তাদের পক্ষে নিহত হয়েছে ২৯২ জন।‌‌

১৪ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে