আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সিরিয়ায় বোমা বর্ষণে মৃত কমপক্ষে ৩১ জন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলে জানা যায়। বেশিরভাগ মানুষ মারা গেছেন আইএস অধ্যুষিত অঞ্চলে রাশিয়ার বিমানবাহিনী বা সিরিয়ার রাষ্ট্রপতি বাসার-আল-আসাদ বাহিনীর বোমায়।
বুধবার সকালে আইএস অধ্যুষিত রাস্টানে প্রথমে আসাদ বাহিনীর বোমায় তিন জন মারা যান। এরপর রাশিয়ান বিমানবাহিনী সেখানে বোমা হামলা চালায়। ফলে মারা যান আরও ১৬ জন মানুষ। অপরদিকে, উত্তর সিরিয়ার বোমা বর্ষণে মারা গেছেন তিন শিশু–সহ মোট ১২ জন।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।
২০১৪ সালের আগস্টে বেশ কয়েকজন সেনা সদস্যকে হত্যা করে এই অঞ্চলটি নিয়ন্ত্রণ নেয় আইএস এবং কঠোর শাসন জারি করে সংগঠনটি। সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর আগে এই শহরে ২ লাখ ২০ হাজার মানুষের বসবাস ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুই বছরেরও বেশি সময় ধরে শহরটিতে বেসামরিকদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে আসছে আইএস।
১৪ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস