বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬, ০৫:৩৬:৪৫

মুখে পিঁয়াজ ঢুকিয়ে শিশুকন্যাকে মেরে ফেরলো পাষন্ড বাবা

মুখে পিঁয়াজ ঢুকিয়ে শিশুকন্যাকে মেরে ফেরলো পাষন্ড বাবা

আন্তর্জাতিক ডেস্ক : ১ থেকে ১৩ সংখ্যা পরপর বলতে পারেনি ছয় বছরের ছোট্ট মেয়েটি৷ এই ছিল ভারতীর অপরাধ৷ যে কারণে চরম শাস্তি পেতে হল বাবার হাতে৷ মেয়ের মুখে আস্ত পিঁয়াজ গুজে দিয়ে শ্বাসরোধ করে মারলো ভারতের আউরঙ্গাবাদের রাজু কুটে (৩০)৷ ভারতীর মায়ের অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতে রাজুকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ৷

ঘটনাটি ঘটে জুলাই মাসের ৯ তারিখ৷ রাতের বেলা মেয়েকে পড়াতে বসেছিল রাজু৷ বলেছিল, ১ থেকে ১৩ পর্যন্ত সংখ্যা পরপর বলতে৷ ভারতী ১ থেকে ১২ পর্যন্ত ঠিকঠাকই বলেছিল৷ কিন্তু, ১৩ সংখ্যাটা ঠিক বলে উঠতে পারছিল না৷ এতেই রেগে যায় রাজু৷ রাগের বশে নিজের মেয়ের মুখেই পিঁয়াজ গুজে মেরে ফেলে তাকে৷ তারপর কাছের গোরস্থানে মেয়ের মৃতদেহ কবরও দিয়ে দেয়৷

পুলিশ সূত্রের খবর, পুরো ঘটনার সাক্ষী ছিলেন ভারতীর মা৷ তার অভিযোগের ভিত্তিতেও রাজুকে গ্রেফতার করা হয়েছে ও খুনের মামলা দায়ের করা হয়েছে৷ ভারতীর দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য৷

১৪ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে