বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬, ০৭:২১:১৫

জাকির নায়েক ও জঙ্গি বুরহান ইস্যুতে ক্ষুব্ধ নরেন্দ্র মোদি

জাকির নায়েক ও জঙ্গি বুরহান ইস্যুতে  ক্ষুব্ধ নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি বুরহানের ওয়ানির মৃত্যু নিয়ে যখন তোলপাড় গোটা কাশ্মির, সেই সময় সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার অভিযোগ, সংবাদমাধ্যমের একাংশ হিজবুল কম্যান্ডারকে হিরোর মত করে মানুষের সামনে তুলে ধরছে।

শুধু তাই নয়, বুরহানের বিরুদ্ধে ডজন খানেক অভিযোগ রয়েছে। তা সত্ত্বেও ওই হিজবুল কম্যান্ডারকে কিছু কিছু সংবাদমাধ্যম হিরোর মত মানুষের সামনে তুলে ধরছে বলে অভিযোগ করেন তিনি।

জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজদের সঙ্গে ওই বৈঠকের পর পরই সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। আর সেখানেই সংবাদমাধ্যমের একংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

মোদী বলেন, দেশের ক্ষতি করার জন্য যে জঙ্গি সব সময় উৎসাহিত থাকত, মৃত্যুর পর তাকে ক্রমশ হিরো বানিয়ে দিচ্ছে কিছু সংবাদমাধ্যম। যা দেশের ক্ষেত্রে ক্ষতিকারক।

এদিকে, বুরহানের মৃত্যুর পর তার জাকির নায়েক প্রীতিও উঠে আসছে ভারতের সংবাদমাধ্যমের সামনে। ঠিক তখনই জাকির নায়েক ভারতে এলে, তাকে গ্রেফতার করা হবে বলে খবর রটেছে। আর যা শুনে ভারতে আসার পরিকল্পনা ইতিমধ্যেই বাতিল করেছেন বিতর্কিত ওই ধর্ম প্রচারক। কিন্তু, সরকার যা-ই বলুক না কেন, জাকির নায়েককে নিয়ে ভারতে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ।

কংগ্রেসের দিগ্বিজয় সিং থেকে শুরু করে তৃণমূলের ইদ্রিশ আলি, জাকিরের সমর্থনে মুখ খুলেছেন। এমনকি, জাকিরের ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত নয় বলেও মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন তৃণমূলের ইদ্রিশ। এসবের মধ্যেই ফের জাকিরের সমর্থনে মুখ খুললেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা আবু আজমি।

তিনি বলেন, জাকির নায়েক যদি জঙ্গিবাদে উৎসাহই দিচ্ছিলেন এতদিন ধরে, তাহলে দেশের গোয়েন্দারা কেন ঘুমিয়েছিলেন? শুধু তাই নয়, কেউ যদি জোর করে জাকির নায়েকের বিরুদ্ধে অপপ্রচার করতে চায়, তাহলে বরদাস্ত করা হবে না বলে কার্যত হুমকি দিয়েছেন তিনি।

১৪ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে