শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬, ০৮:৪৩:৫১

ডাঃ জাকির নায়েকের ছেলেও পুলিশের নজরদারিতে!

ডাঃ জাকির নায়েকের ছেলেও পুলিশের নজরদারিতে!

আন্তর্জাতিক ডেস্ক : প্রখ্যাত ইসলাম প্রচারক ডাঃ জাকির নায়েকের ছেলে ফারিককে নজরদারিতে রেখেছে মুম্বাই পুলিশ। ২১ বছর বয়স্ক ফারিকও ইসলামপ্রচারক। তিনিও পিস টিভি এবং অন্যান্য মাধ্যমে ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে থাকেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, পুলিশ কর্মকর্তারা এখন ফারিক নায়েকের ভিভিও এবং বক্তব্য পরীক্ষা করে দেখছে। এগুলো সন্ত্রাসবাদের সাথে সম্পর্কিত কিনা তা তারা দেখবেন। ইতোপূর্বে মহারাষ্ট্র পুলিশ জাকির নায়েকের বক্তব্য ও ভিডিও পরীক্ষা করে আপত্তিকর কিছু পায়নি। ফলে তার বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি।

গুলশান হামলায় জড়িত দুই সন্ত্রাসী জাকির নায়েকের বক্তব্য শুনতেন এমন খবর প্রকাশের পর তাকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। তিনি বর্তমানে আফ্রিকা সফর করছেন। তিনি সংবাদ সম্মেলন করতে চাইলেও স্থান না পাওয়ায় তা করতে পারছেন না। তবে জানিয়েছেন, তার বিরুদ্ধে সন্তাসবাদে মদত দেয়ার যেসব অভিযোগ আনা হয়েছে, সবাই ভিত্তিহীন।
১৫ জুলাই. ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে