আন্তর্জাতিক ডেস্ক : সন্তানের মুখে হাসি ফোটাতে বাবা মা’কে কত কী করতে শোনা যায়। কোনও অভাব অনটনই বাধ সাধে না সেখানে। কিন্তু ব্যতিক্রমী কাহিনি শোনা গেল ঝাড়খণ্ডে। সদ্যোজাত পুত্রসন্তানকে বিক্রি করে এক জোড়া ছাগল কিনলেন মা। ২,৫০০ টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করে দেন তিনি। ওই গৃহবধূর নাম আনো বিরহর।
তিনি ভারতের রাঁচির রামগড় বিরহর টোলার বাসিন্দা। আগেই হারিয়েছেন নিজের স্বামীকে। ছয় সন্তানকে নিয়ে একার সংসার। তার মধ্যে পুত্রসন্তানের সংখ্যা তিন। দড়ি তৈরি করে কোনওভাবে দিন গুজরান করেন তিনি।
এই অবস্থায় কেদার সাও নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। কেদার সাওয়ের আবার ৪টি কন্যাসন্তান। একটি পুত্রসন্তানের বড়ই শখ। এই অবস্থায় অনটনের সংসারে এক পুত্রসন্তানকে তাঁর কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন আনো। বিক্রির টাকায় কিনে নেন দু’টি ছাগল ছানা।
আনো বিরহরের কথায়, সন্তান প্রতিপালন করা খুব একটা সহজ কাজ নয়। তাই ২,৫০০ টাকায় এক সন্তানকে বিক্রি করে দিয়েছি। এতে আমি কোনও অন্যায় করিনি।
এনিয়ে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
১৫ জুলাই. ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম