শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬, ১১:৫৪:৫২

নতুন রাজনৈতিক দল গঠন করছেন মাহাথির মোহাম্মদ

নতুন রাজনৈতিক দল গঠন করছেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক : শিগগিরই নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল পার্টিকে পরাজিত করতে বিরোধীদের সঙ্গে যে রাজনৈতিক জোট করা হয়েছে তার অংশ হিসেবেই নতুন এ দল গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী নাজিবের বিরুদ্ধে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। এর জের ধরে নাজিবের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনে শরীক হন মাহাথির। তবে প্রধানমন্ত্রী নাজিব তার অবস্থান থেকে সরে না আসায় পরবর্তীতে বিরোধীদের নিয়ে রাজনৈতিক জোট গঠণ করার ঘোষণা দেন মাহাথির। জোটে দেশটির বিরোধী দল পিকেআর, ডিএপি ও আমানাহসগ বেসরকারি উন্নয়ন সংস্থা ও শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা যোগ দিয়েছেন।

মাহাথির বলেছেন, পারদানা লিডারশিপ ফাউন্ডেশনের উদ্যোগে তার সঙ্গে তিনটি বিরোধী দলে ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে যে বৈঠক হয়েছিল, তার আলোকেই এ রাজনৈতিক দল গঠণের সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আমাদের মতবিরোধ দূরে ঠেলে দিয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের লক্ষ্যে আমরা আমাদের রাজনৈতিক দল গঠনেও সম্মত হয়েছি। আমরা জানি, যদি বারিসানের বিরুদ্ধে লড়ত ও জিততে চাই তাহলে এটা অবশ্যই করতে হবে।’
১৫ জুলাই. ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে