আন্তর্জাতিক ডেস্ক : প্রখ্যাত ইসলাম প্রচারক ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে এবার সরব হল একটি শিয়া সংগঠন। শুধু তাই নয়, তাকে খুন করতে পারলেই ১৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে এক ফেসবুক পোস্টে জানান ওই সংগঠনের সভাপতি সৈয়দ কালবে হুসেন নকভি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ কালবে সাদিকের পুত্র তিনি।
ফেসবুক পোস্টে হুসেন নকভি লিখেন, ডাঃ জাকির নায়েক একজন খলনায়ক। ইসলামের প্রফেটকে অবমাননা করেছেন তিনি। যিনি জাকির নায়েককে হত্যা করবেন, তাঁকে অর্থ দিয়ে পুরস্কৃত করা হবে।
কারও মাথার দাম ঘোষণা করা ফৌজদারি অপরাধ। এর জন্য সর্বোচ্চ সাত বছর জেল হতে পারে। হুসেন নকভি ফেসবুক পোস্টে এই হুমকি দিলেও তা অজানা পুলিশের কাছে। লখনউ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনেরাল অফ পুলিশ আর কে এস রাঠোর জানান, এরকম বিবৃতির কথা তাঁরা জানেন না। তবে কেউ যদি এরকম হুমকি দেয়, তার বিরুদ্ধে মামলা দায়ের হবে।
১৫ জুলাই. ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম