শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬, ০১:০৭:০১

অল্পের জন্য রক্ষা পেলেন মমতা

অল্পের জন্য রক্ষা পেলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক : দুর্ঘটনার কবলে পরল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নিরাপত্তা কনভয়। দার্জিলিং থেকে বাগডোগরা বিামনবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। খাদে পড়ে যায় রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষীর গাড়ি। এর ঠিক পিছনেই ছিল মুখ্যমন্ত্রীর কনভয়।

মেঘের কারণে দৃশ্যমানতা কম ছিল। বৃষ্টির জেরে রাস্তা পিচ্ছিল হয়ে যায়৷নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় রাষ্ট্রপতির কনভয়ের নিরাপত্তারক্ষীর গাড়িটি। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করে দিয়ছে। নেমে পড়েছে পুলিশ ফোর্স। আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। তাঁর চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। এই ঘটনার পরই দাঁড়িয়ে পড়ে রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর কনভয়।

উল্লেখ্য, গত দিন ধরে পাহাড় সফরে ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটা অনুষ্ঠানে একসঙ্গে যোগ দিয়েছিলেন তাঁরা। আজ দিল্লিতে ফিরছিলেন রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে দিল্লি যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীরও। রাষ্ট্রপতির বিমানেই দিল্লি যাওয়ার কথা মমতার।

এদিন দার্জিলিং থেকে বাগডোগরা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে রাষ্ট্রপতির কনভয়ের একটি গাড়ি৷এর পিছনেই ছিল মুখ্যমন্ত্রীর কনভয়। সোনাদা পেরেনোর পরই কয়েকশো ফুট গভীর খাদে পড়ে যায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কনভয়ের তিন নম্বর গাড়িটি। এই  গাড়িটি  ছিল নিরাপত্তারক্ষীদের।

রাষ্ট্রপতির কনভয়ের ওই গাড়িতে মোট পাঁচ অফিসার ছিলেন। শেষ পাওয়া খবর পর্যন্ত, তাঁদের পাঁচজনকেই খাদ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গাড়িটি চুরমার হয়ে গেলেও তাঁরা প্রাণে রক্ষা পান৷তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। গোটা ঘটনার তদারকি করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পর রওনা দেয় কনভয়। -কলকাতা২৪
১৫ জুলাই. ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে