আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের নিস শহরের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮৪ জনে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে হামলার দায় করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী জঙ্গি গোষ্ঠী আইএস। তবে আইএস-এর ওই কথিত দায় স্বীকারের ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ট্রাক হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে চলমান রাষ্ট্রীয় জরুরি অবস্থা আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। শুক্রবার সকালে টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী বেসরকারী সংগঠন সাইট ইন্টিজেন্স সাধারণত এ ধরনের ঘটনায় সবার আগে দায় স্বীকারের খবর প্রকাশ করে থাকে। সেই সাইট ইন্টিলিজেন্স-ও এখনও আইএস-এর দায় স্বীকারের ব্যাপারে কিছু জানায়নি। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সাবেক বিশ্লেষক নাদা বাকোসের মতে হামলাটি আল কায়েদা এবং আইএস ধাঁচের। তিনি বলেন, ‘তাদের একটি প্লেবুক আছে। সেখানে এ ধরনের হামলার উল্লেখ আছে। তারা তাদের অনুসারীদের এ ধরনের সহিংসতা চালানোর উসকানি দিচ্ছে’।
গত বছর নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকেই ফ্রান্সে জরুরি অবস্থা জারি আছে। ইতোমধ্যে সে জরুরি অবস্থা তিন দফা বাড়িয়ে তা ২৬ জুলাই পর্যন্ত করা হয়। ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্ট নিরাপদে আয়োজনের কথা মাথায় রেখে শেষবার জরুরি অবস্থার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কিন্তু সে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার আগেই বাস্তিল দিবসে হামলার প্রেক্ষাপটে আবারও তিন মাসের জন্য তা বাড়ানোর ঘোষণা দেওয়া হলো। আগামী ২৬ জুলাই থেকে বর্ধিত জরুরি অবস্থা কার্যকর হবে।
ওঁলাদ বলেন, ‘কোনও কিছুই আমাদেরকে সন্ত্রাসবাদবিরোধী লড়াই থেকে দূরে রাখতে পারবে না। ইরাক ও সিরিয়ায় আমরা আমাদের সন্ত্রাসবিরোধী ব্যবস্থা জোরালো করব। যারা আমাদের নিজস্ব ভূখণ্ডে এসে হামলা চালাবে তাদের বিরুদ্ধে আমাদের হামলাও অব্যাহত থাকবে’।
স্থানীয় টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি-কে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকের ধাক্কায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে একটি ট্রাক ওই জমায়েতের দিকে ছুটে আসে।
১৫ জুলাই. ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম