শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬, ০২:৫৭:১৩

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক সম্মেলনে যা বললেন ডাঃ জাকির নায়েক

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক সম্মেলনে যা বললেন ডাঃ জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সাংবাদিক সস্মেলন করলেন ভারতীয় ইসলামি স্কলার ও প্রচারক ডাঃ জাকির নায়েক। আজ সৌদি আরব থেকে স্কাইপ-এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। এতে তিনি দাবি করেছেন, তিনি কখনও সন্ত্রাসবাদকে সমর্থন করেননি।

ডাঃ জাকির নায়েক বলেন, আমি ২৫ বছর ধরে ভাষণ দিচ্ছি, কিন্তু কখনও সন্ত্রাসবাদকে উত্সাহিত করিনি। নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে দাবি করে ডাঃ জাকির বলেছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা ও বিকৃত করা হয়েছে। এদিন ফ্রান্সের নিসে জঙ্গি হামলার নিন্দা করে তাঁর সাংবাদিক বৈঠক শুরু করেন জাকির।

উল্লেখ্য, ঢাকার গুলশনে নারকীয় জঙ্গি হামলায় জড়িত এক জঙ্গি জাকিরের ভাষণে উদ্বুদ্ধ হয়েছিল বলে অভিযোগ ওঠে। এরপরই জাকিরকে নিয়ে বিতর্ক তৈরি হয়। বাংলাদেশে জাকিরের পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতেও তাঁর বক্তব্য খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এরই মধ্যে গত ১১ জুলাই দেশে ফেরার কথা থাকলেও জাকির ফেরেননি। এরপর তাঁর সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সাংবাদিক বৈঠক করবেন। কিন্তু তিনবার ওই বৈঠক বাতিল হয়ে যায়। গতকালও তাঁর সাংবাদিক বৈঠক করার কথা ছিল। হোটেল ভাড়া না পাওয়ার কারণে ওই বৈঠকও বাতিল করে দেওয়া হয়। শেষপর্যন্ত আজ স্কাইপের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করলেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে জাকির বলেছেন, আত্মঘাতী হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যা ইসলাম-বিরোধী। তবে যুদ্ধের সময় দেশকে রক্ষার জন্য আত্মঘাতী হামলা কৌশল হিসেবে ব্যবহার করা যেতে পারে। নিজের বক্তব্যের সমর্থনে জাকির বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আত্মঘাতী হামলা ছিল অন্যতম রণকৌশল।

ডাঃ জাকির দাবি করেন, গত সাত-আট দিনে কোনও সরকারি আধিকারিক তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি। জাকির আরও দাবি করেন, অতীতে আইপিএস আধিকারিকদের সামনে তিনি বক্তব্য রেখেছেন। তাঁর বিরুদ্ধে তদন্তে তিনি সরকারি সংস্থাগুলিকে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন জাকির।
১৫ জুলাই. ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে